টার্মস এবং কন্ডিশন
যে কোন প্রতিষ্ঠান কিংবা কোর্সে
এড হওয়ার পূর্বেতাদের টার্মস এবং কন্ডিশন সম্পূর্ণ পড়া উচিত ৷
১) আমাদের কাছ থেকে কোর্স ক্রয় করার পরে অন্য কোথাও আমাদের কোর্সগুলো সেল করতে পারবেন না , যদি কখনো আমরা জানতে পারি যে আপনি আমাদের কোর্স অন্য কাহারো কাছে বিক্রয় করেছেন , তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনিভাবে পদক্ষেপ নিতে বাধ্য থাকিব , এবং পরবর্তিতে আমাদের পক্ষ থেকে আপনি কোন রকম সাপোর্ট পাবেন না ৷
২) আমাদের AIBossBD ফ্যামিলিতে যুক্ত হওয়া অথবা যে কোন কোর্সে এড হওয়া শিক্ষার্থীদের ছবি , ফিডব্যাক (রিভিউ) আমাদের ফেসবুক পেজ , গ্রুপ কিংবা আমাদের ওয়েবসাইটে , প্রমোশনের জন্য ব্যবহার করতে পারি ৷
৩) আপনার পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথেই চেষ্টা করবো কোর্সের এক্সেস দেওয়ার জন্য , তবে কখনো কোন কারণবশত অপেক্ষা করতে হতে পারে কোর্সের এক্সেস পাওয়ার জন্য ৷
৪) নিজের নম্বর ছাড়া অন্য কাহারো নম্বর থেকে কোর্সের জন্য টাকা পাঠাবেন না , যদি কোন রকম প্রতারণা করার চেষ্টা করেন , তাহলে আমরা আইনিভাবে পদক্ষেপ নিতে বাধ্য থাকিব ৷
৫) কোন রকম Fake পেমেন্টের স্ক্রিন শর্ট পাঠাবেন না , তাহলে আপনার লোকেশন আমরা ট্রাকিং করে , সাইবার মামলা দিতে বাধ্য থাকিব ৷
৬) AIBossBd থেকে যে কোন কোর্স নেওয়ার ক্ষেত্রে , ধরে নেওয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়েছেন এবং তাতে সম্মত হয়েছেন ৷
৭) AIBossBd কতৃপক্ষ যে কোন সময় , যে কোন রকম কারণ দর্শানো ছাড়াই টার্মস এবং কন্ডিশন আপডেট করার ক্ষমতা রাখেন ৷
রিফান্ড পলিসিঃ
১)আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিচ্ছি , আপনি আমাদের Ai কোর্সটি কমপ্লিট করার পরে , আমাদের দেখানো নিয়মে মার্কেটপ্লেসে কাজ করলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন , এইটা যেহেতু আপনার চেষ্টার মধ্যে কার্যক্রর হবে , সুতরাং আপনি কোর্স ক্রয়ের পরে কোন রকম আপনার অর্থ রিফান্ড করা সম্ভব হবেনা ৷
২) ভুল বশত / টেকনিক্যাল সমস্যার কারণে কোন কোর্স ক্রয় করতে গিয়ে , ডাবল পেমেন্ট হয়ে গেলে , তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে ৷ এবং আপনার দেওয়া তথ্য সঠিক হলে , অতি দ্রুতই আপনার অতিরিক্ত পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে ৷
বিশেষ নোটঃ
দেখুন জন্ম-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ্ তায়ালা ৷ কার কখন দুনিয়া দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ জানিনা,
ধরেন আপনি কোর্সের জন্য পেমেন্ট করলেন এক্সেস দেওয়ার আগেই আমার মৃত্যুর ডাক চলে আসলো , তখন কিন্ত আমি আপনার নিকট দায়ী হয়ে গেলাম এই টাকার জন্য , এমন সময় যদি কখনো চলেও আসে এই ক্ষেত্রে আমাকে কেউ দায়ী করতে পারবেন না , বা আমি দায়ী থাকব না-এই শর্ত যদি মেনে আমার কোর্স ক্রয় করতে চান তাহলে নিতে পারেন , অন্যথায় আমার এই কোর্সটি না নেওয়ার জন্য অনুরোধ রইল ৷
ধন্যবাদ ৷
আমাদের আরো অন্যান্য সার্ভিস সমূহঃ
-
আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য প্রফেশনাল বিজ্ঞাপন তৈরি করে নিতে পারবেন ৷
-
আমাদের কাছ থেকে দক্ষ ফ্রিল্যান্সারের মাধ্যমে , যে কোন ধরণের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে নিতে পারবেন ৷
-
আমাদের কাছ থেকে লোগো / কভার ফটো ডিজাইন করে নিতে পারবেন ৷
-
আমাদের কাছ থেকে FaceBook. YouTube এ ইনকাম করার জন্য, এক লক্ষ পঞ্চাশ হাজার + কপিরাইট ফ্রি ভিডিও রিলস্ নিতে পারবেন ৷
Copyright 2025 All Right Reserved by @aibossbd.com